প্রিয়তমা,
যে শব্দগুলো ঘুরে ফিরে
সবচেয়ে বেশি মনে হয়,
যে নাম গুলো তোমাকে ব্যাকুল করে
আপন ভাবতে ইচ্ছে করে শত যন্ত্রনায়,
তার কতটা আমায় জুড়ে?
প্রিয়তমা
তোমার হাসি, তোমার কান্না
তোমার নিজস্য বলতে যাকিছু
তার ভেতর আমার কেমনতর বিচরণ?
প্রিয়তমা
কি ভাবছ? আমাকে নিয়ে?
তোমার কোথায় কতোটা জুড়ে আমি
তোমার ভেতর আমার কেমনতর বিচরণ,
সব তোমার ইচ্ছে মতই হোক
তাতে আমার কোন ব্যাথা নেই,
তোমার আপন শব্দগুলো,নামগুলো
তোমার নিজের বলতে যাকিছু
শুধু সেগুলোই ছুঁতে চাই
আমার মতো করে।
প্রিয়তমা
তুমি তোমার মতো করে ভালোবাস
আমি আমার মতো করে বাসতে চাই।