লোকে বলে চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়ে যাই,
কই?আমি তো আজও তোকে ভুলতে পারিনি।

তোর সাথে কাটানো সময় গুলো মাঝে মাঝে খুব বেশি চোখে ভাসে,
আমাকে আজও অতীতে ফিরিয়ে নিয়ে যায়, তোর পুরনো কথা গুলো।

আজও তোকে মনে পড়ে।

জানিস খুব ইচ্ছে করে আবার তোর কথা শুনতে,
তোর সাথে রাগ দেখাতে,
জেদ করতে,
অভিমান করতে, খুব ইচ্ছে করে।
আর তুই হাসি মুখে সব টা মেনে নিবি

আমি খারাপ নেই, ভালোই আছি
তবুও, আজও তোকে মনে পড়ে।

যদি আমার ক্ষমতা থাকতো, তাহলে হয়তো আমি আবারো ফিরে যেতাম সেই অতীতে
তোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম,

জানিস?আজও তোকে মনে পড়ে।

তোকে দেখিনা ঠিক কত দিন হলো?
তোকে না দেখে তো আমার ঘুমই হতো না
তোর মনে আছে?

তোর কাছে এখন কেউ বায়না ধরে?
আমার মত করে কেউ ডাকে?
তুই এখন কাউকে তোর মনের কথা বলিশ?
মন খুলে কথা বলিশ?

আজও তোকে মনে পড়ে।

মাঝে মাঝে খুব একা লাগে,
যদি তুই পাশে থাকতিস?
এসব এখন শুধুই কল্পনা,
তোর জগৎ আর আমার জগৎ পুরোপুরি আলাদা।

তুই ও কি আমার কথা ভাবিস?
আমাকে মনে করিস?
নাকি অন্য কেউ তোকে আমার কথা মনে করার সুযোগ দেই না?

তোকে ভুলতে পারিনি,
জানিনা কখনো পারবো কিনা
তুই চোখের আড়াল হয়েছিস কিন্তু মনের আড়াল হতে পারলি না।

জানিস?আজও তোকে মনে পড়ে।
খুব বেশি মনে পড়ে।