বছর খানেক হলো এক সাথে আর আসা হয়না এই নদীর পাড়ে,
আমি জেদ ধরেছিলাম আমাকে বিয়ে করতে হবে
তোমার মনে পড়ে?


এই নদির পাড়ে তোমার হাতটি শক্ত করে ধরে বসে ছিলাম,
তেমার সাথে একথা সেকথা কত কথা
কখন যে সূর্যটা ডুবে যেতে লাগলো বুঝতেই পারিনি।


বেশ লাগছিলো তোমার কাধে মাথা রেখে
সূর্য ডুবে যাওয়া দেখতে,
তুমিও আলতো হাতে আমার মাথায় হাত বুলিয়ে যাচ্ছো,
তোমার মনে পড়ে?


সেদিন তুমি কোনো এক অজানা কারনে বেশ আনমনা ছিলে,
যদিও কারনটা এখন আর অজানা নেই,
তোমার মনে পড়ে?


সন্ধ্যা নামলো চারিদিক কেমন অন্ধকার নেমে এলো,
তোমার কাধে আমার চোখটা লেগে এলো।


কোনো কিছু বোঝার আগেই,
তুমি কি যেনো একটা চেপে ধরলে আমার মুখে
খুব কষ্ট হচ্ছিল জানোতো,
আমার দম ফুরিয়ে আসলো তবুও তুমি ছাড়লে না
এমনটা তো কথা ছিলো না।


আমাকে তো তোমার সাথে নিয়ে যাবে বলেছিলে,
তবে কেনো সবার আড়ালে আমাকে ফেলে পালালে?


পড়ে রইলো শুধু আমার নিথর দেহ,


আমার ভালোবাসার এই পরিনতি তো আমি চাই নি,


বছর খানেক হলো এক সাথে আর আসা হয়না এই নদীর পাড়ে।