কে জানে কাল সকালে কি হবে?
সকালে সূর্য উঠবে ওই সুন্দর আকাশে,
কে জানে আমার এই দু চোখ সেই সুন্দর দেখবে কিনা।


ঝলমলিয়ে চারিদিকে আলোকিত হবে,
আমি কি থাকবো সেই আলোর মাঝে?
নাকি তলিয়ে যাবো কোনো অন্ধকারে?


কত শত স্বপ্ন দেখেছিলাম
তার কি হবে?
আজ যে যার মত, কাল যদি আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাই?


কে জানে কাল সকালে কি হবে?
ভালোবাসার মানুষ গুলোকে আর দেখা হবে তো?
সুখ দুঃখ বলে হয়তো আর কিছু থাকবে না।
যদিও পৃথিবীর হাজারো সত্যের মাঝে মৃত্যু কঠিন এক সত্য,


আমার সব কিছু অবহেলায় পড়ে থাকবে,
কিছু দিন পর হয়তো জিনিস গুলোর জায়গা হবে কোনো এক অন্ধকার বদ্ধ জায়গায়,
কিছু দিন পর থাকবে না কোনো অস্তিত্ব
আমি পৃথিবীর বুকে হয়ে যাবো শুধুই অতীত।


কে জানে কাল সকালে কি হবে?
বিকেল বেলা আর বকুল গাছের নিচে বসা হবে তো?
আমার প্রিয় বইটা আর পড়া হবে?


আমি বরাবরই সাজতে বড্ড ভালোবাসি
মায়ের কাছে বকুনি শুনেছি হাজার বার,
শুধু অকারনে সাজতে বসার জন্য।
কাল সকালে আমাকে অপরিচিত কোনো সাজে সাজতে হবে নাতো?
হয়তো মা আর বকবে না, শুধু অঝরে কাঁদবে।


কে জানে কাল সকালে কি হবে?