আমি স্বপ্ন দেখি
বার বার দেখি,


প্রতিবার যে চোখে স্বপ্ন সাজায়,
সেই চোখ ভিজে যায় স্বপ্ন ভাঙার অশ্রু দিয়ে।


যতবার দীর্ঘ শ্বাস নিয়ে আকাশ পানে চায়
মনে হয় সব ঠিক আছে আমি পারবো,
আবারো শুরু হয় পথ চলা
আবার কোথাও হোচোট খেয়ে থমকে যায়।


বার বার ভাঙে আর বার বার গড়ি,
এর শেষ টা ঠিক কোথায়?


এর শেষ কি তাহলে মৃত্যু?
এক অসম্পূর্ণ মৃত্যু।
এক অতৃপ্তি আত্মার মৃত্যু।


নিজেকে ভালো রাখার দ্বায়িত্ব টা যে শুধুই নিজের,
এক রাশ মিথ্যা হাসি নিয়ে
প্রতি নিয়ত নিজেকে খুশি রাখার বৃথা চেষ্টা,
এটাই হয়তো ক্ষনিকের ভালো থাকা।


এই স্বপ্ন ভাঙা গড়ার খেলায় মেতেছি আমি,
কখনো ক্লান্ত হয়ে থমকে যায়,
আবার কখনো অনেক আনন্দের সাথে স্বপ্ন সাজায়।


যখন মনের জোর হারিয়ে আমি শূন্য প্রায়,
ঠিক তখন মনে পড়ে আপন মানুষের মুখ।
আবারো ফিরে পাই সেই জোর।


হয়তো মানুষের জিবন অসম্পূর্ণ থেকে যায়,
হয়তো এটাই জিবন এটাই বাস্তবতা।
এটাই আমি আর এটাই আমার জিবন,
ভাঙা গড়ার সাথেই আমার বসবাস,
বা আমাদের বসবাস।