দুঃখ সুখের পাল্টাপাল্টি মিছিলে আর আবেগের অভ্যুথানে আমি নির্বাসিত।
মৃত্যু আর মুক্তির সহাবস্থানে অবরুদ্ধ কোন নগরীতে আমি নির্বাসিত।
অচিন মহাশূন্যে ঘুড়ি উড়াতে গিয়ে ঘুড়ি আর নাঠাই এর মন্থনে আমি নির্বাসিত।
দুঃখের ভারে যখন সুখ বিলুপ্ত টি-রেক্সের মত আভিজাত্যের ছাপ রেখে যায় তখন আমি চুপ।
মৃত্যুর দাম্ভিকতার কাছে যখন মুক্তির সন্ধি প্রস্তাব আসে তখন আমি চুপ।
ঘুড়ি যখন সুতার মায়া কাটিয়ে স্বাধীনভাবে এলোমেলো পদক্ষেপে চলে তখনো আমি চুপ।
কারন আমি এখনো গম্ভীর মোনালিসাকে জাগাতে পারিনি।।