শহর ঘুমায়।
আধারী কুঠুরীতে জ্বলে নিয়ন আলো।
আধারে সাঁজে দেহ,
এই দেহে বাঁচে সভ্য সমাজ।
আগুনে হলকা ছুটিয়ে আসে ঘোরসওয়ার।
অসভ্য আঙ্গুলে আসে জোয়ার।
নদীতে ছড়িয়ে দেয় অশান্ত হাঙ্গরের হিংস্রতা।
আদিম গুহায় আগুন জ্বলে।
এই আগুন জাল দিয়ে যায় ক্ষুৎপিপাসা।
এইখানে কোন বিচার নেই,
আছে শুধু বেবিচার।
ইশ্বর এইখানে বন্দী হরিণী হয়ে বাচে।
এইখানে বেচে থাকাই ইশ্বরের একমাত্র কাজ।
কামদেব ই শুধু পূজিত হয়।
রতির ইন্দজালে আটকে আছে সক্রেটিস, এরিস্টটল, লিংকন।
সুরার সাথে শীতল হয় সমাজতন্ত্রের তেজ।
সব সভ্য সমাজ ছবক শিখায় অশালীন হয়ে।
তবুও শহর ঘুমায়, তবুও সাঁজে দেহ।