ভুলের সাম্রাজ্যে নিরেট নির্বোধের কোন নির্ভুলতা নেই।
রূপকথার রাজপুত্রের মত নেই কোন ইউনিকর্ণ।
বিশ্বসংসারের ১০৮টি নীল পদ্ম খুঁজে আনতে পারিনি,
হিমু নয় বলে বলতে পারিনি মৃত্যুর মৃত্যুদন্ড কবে।
শুধু প্রার্থনা করেছি ফিরে এসো।
বিদ্রোহ করিনি কখনো,
বিদ্রোহ আমায় মানায় না।
দ্রোহের লাল পায়রা তোমার লাভায় লীন।
নিশর্ত আত্মসর্মপন করেছি অনেক আগেই।
হাবিয়া দোযখে নির্বাসন দাও মেনে নিব তবুও স্বপ্নগুলেকে নষ্ট করোনা।
আর বলবনা ভালবাসি শুধু বলব ভুল বুঝনা।