রাত ৩ টা,
বসে আছি ছাদে পূর্নিমার রাতে।
পৃথিবী থেকে সব মেকি খানিকটা সময়ের জন্য বিদায়।
নিজের সাথে বোঝাপড়ার জন্য কাটগড়ায় দাড় করেছি মনকে।
অভিযোগ উঠেছে ব্যাথাকে অবহেলা করার।অভিযোগ, কষ্টকে ঘুম পাড়ানোর।অভিযোগ, বিদ্রোহকে হত্যা করার।অভিযোগ, প্রতিবাদকে বাকরুদ্ধ করার।অভিযোগ, ভুলকে প্রত্যাবর্তনের।অভিযোগ, না বুঝার।
সবাই ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে।
ভালবাসার ফুল অথবা পুজার অর্ঘ্য কোনটাই গ্রহনযোগ্য নয়।
হিংস্র অনুভূতিগুলো প্রতিনিয়ত আঘাত হানছে।তাদের একটাই দাবি হয় সবকিছু মেনে নাও নাহয় আত্মসমর্পন কর।
কষ্টগুলো সাজিতে থরে থরে সাজানো,
নিরবতার মাঝে বুঝিয়ে দিচ্ছে ঢের হয়েছে এবার বিদেয় হও।
হে অপরিনত, তুমি কি লক্ষ করনি, পরম আত্মার এড়িয়ে যাওয়া।তুমি কি লক্ষ করনি, লাঞ্ছনারা ও আজ লজ্জিত?
তুমি কি লক্ষ করনি, তোমার চোখ ছাতক পাখির মত লোনা জলের জন্য অপেক্ষা করে।তুমি কি লক্ষ করনি, তোমার চাওয়া পাওয়া গত হয়েছে হাজার বছর আগে।
তুমি কি লক্ষ করনি স্বাধীনতার করুন মৃত্যু।
অপরাধী মন আর্তনাদ করে বলে হে, হে হে।আমি সব বুঝি সব লক্ষ করেছি।আমি শুধু চেয়েছি ভাল থাকতে ভাল বাসতে তবে আমি পারিনি।আমি বড় ক্লান্ত, বড় দূর্বল।
আমায় নির্বাসন দাও।আমায় মুক্তি দাও।আমার বড় ঘুম পাচ্ছে।
নিন্মমুখী পারদ মনকে সান্ত্বনা দিয়ে বলে আর কটা মূহুর্ত অপেক্ষা কর।