রাতের রংটা নিমিষ কালো
যদিও নিয়ন, হেলোজেনের দল তোমায় আলোকিত করে রাখে।
আমার কুঠুরীতে আলোক বলতে ঐ জোনাক পোকাই,
আরকিছু অবাধ্য ঝিঁ ঝিঁ পোকা,
যার একঘেয়ে গানের সাথে আর তাল মিলাতে পারিনা,
মাঝেমাঝে বিজলী সব আলোকিত করে দেয়।
পরক্ষনে গম্ভীর বজ্র মনে করায় ও তোমার সইবে না।
খুব দেখতে ইচ্ছে করে রাতপরীর ঘুমন্ত মুখ,
ও মুখের উপর হেয়ালী চুলের আলপনা।
যখন আর সইতে পারিনা, হিংস্রতা যখন আমার আমিকে ছাপিয়ে যায়,
বর্গীর মত লুটে নিয় উর্বর নিষ্ফলা জমির ফল-ফসল।
শ্রান্ত দেহে ফিরি ঘরে, যে ঘরে একদিন রাতপরী এসেছিল ভুল করে।