নিঃস্তব্দ চারদিক
পাষান চড়েছে বুকে
এলকোহল আর নিকোটিনের অগ্নিযজ্ঞ ও ব্যর্থতাই পর্যবসিত।
ব্যাথা কমে না
বারেবারে ভেসে উঠে কৃষ্ণ পক্ষের দ্বিতীয় চাঁদের মত বিধ্বস্ত সেই চোখ
সে উষ্ণ প্রসবন।
তোমার ভেজা চোখ আর শূন্য নিরবতার নাগপাশ তিলেতিলে মারে আমায়।
জানো তোমাকে ভালবাসি
জানি ত্রেতায় নেই আমি
তবুও রাবনের ভয়ে আমি গিনিপিকের মত অস্থির।
তোমাকে ছোড়া সব বান তোমার চোখের জলে মিশে অমিত উৎসাহে ভৃগুর পদচিহ্ন আঁকে আমার বুকে।
চোখ তোল ঐ দগদগে চিহ্ন দেখতে পাবে।
জানো আমি অমন রুঢ় নই।
হারানোর ভয়ে চুন খসতে দিই না।
দস্যুর মত হরন করি তোমার সবটুকু স্বাধীনতা।
কি করবো বলো? আত্মা ছাড়া অস্তিত্ব যে বিলীন।
আমার দস্যুবৃত্তি ক্ষমা চাইতে শেখায়নি।
শুধু প্রার্থনা ক্ষমা করো
ভালবাসি।