নীল পাহাড় আর খাদ পানে চায়
লোভ ভরে থাকে নয়নে।
ভালোবাসা নয় কাছে চায় শুধু
আঁধারে কালো শয়নে।
উদর পৃষ্ঠে কৃষ্ণ গহ্বর
নজর ছিনিয়ে লয়,
ললাটের  মাঝে অগ্নি শশী
তাহার হয়না জয়।
উদর দেশের খাল পানে চায়,
নৃত্যরত ধরণীর ,
শ্বেত পাথরের টিলা পড়ে রয়
কাহারো নজর কাড়োনি।
নদীর পানে চাহিবার কালে
প্লাবিত হয় ওষ্ঠ,
ভূতলে তাহার জন্ম-মৃত্যু
বিধাতার গড়া শ্রেষ্ঠ।
চেয়ে দেখ তার কাজল আঁখিতে,
চেয়ে দেখ তার ললাটে।
ভালোবাসা দেখ আপনি আসিবে
বন্ধ ঘরের ক পাটে।
চেয়ে দেখ তার ঘন কালো মেঘে,
রক্ত বর্ণ নালিতে।
মুখপানে দেখো শক্তিরুপ আর
ভয় পাও শুধু কালিতে।
এখনো সময় শুধরে দাঁড়াও
নিজ আঁখি কর সাফ,
কেটে যাবে যত ময়লা বিন্দু
ধুয়ে যাবে শত পাপ।