পাপের সাগরে সাঁতার শিখেছি
হাটতে শিখেছি নালায়,
ভিখারির কাছেও হাত পেতেছি
ক্ষুধা ও পেটের জ্বালায়।
বলতে শিখেছি পাগলের কাছে
কুকুরের কাছে খাওয়া,
সবই পেয়েছি মানুষের কাছে
হয়নি প্রেমের পাওয়া।
ময়লাস্তুপের খাবার নিয়েও
যুদ্ধ করেছি কত,
কুকুরের মুখের খাবার ছিনিয়ে
নাচ গান শত শত।
ফসল হয়েছি পাপের জমিতে
দূরে ঠেলে দিলো সবে,
আপন বলিতে আমি ছাড়া আর
কেউ নেই এই ভবে।
মসজিদে গেলে দূর দূর করে
মন্দিরে চাপে নাক,
বিধাতা তোমার কেমন লীলা
কেমন দিয়েছ সাপ?
আমার জীবনে সুখ নাহি লেখা
দুঃখ দিয়েছ ভরে,
জীবন দিয়েছ মানুষ করেছ
কষ্ট দিয়েছ বরে।
বলে দেও মোরে কেমনে বাঁচিব
তোমার এই সংসারে,
আর কতকাল বেঁচে রব এই
অনাদর অনাহারে?