দিয়ে যাবে প্রমাণ
যতদিন বেঁচে রবে কলমের কালিতে প্রাণ।
লিখা আছে তার বুকে পৃথিবীর ইতিহাস-
আছে যুদ্ধ আছে শান্তি।


তার বুকে কত কবি লিখেছে কাব্য-সাহিত্য,
বিচিত্র সু-চিন্তাকে দিয়েছে স্থান
রেখেছে তারা কাগজের মান।
নব কবির কবিতার অক্ষর
অবিরাম অন্তহীন অগ্রযাত্রায় বেগবান।
কেউ করেছে অভিমান
চিরেছে কাগজের বুক,
তারপরও চেয়েছে দিতে-
নতুন কোনো শান্তির বানী প্রমানের রূপ।


কাগজের বুকে ছুটছে কলম তীব্র বেগ
লাগে না ব্যাথা!
করে না কেনো প্রতিবাদ?
যখন লিখা হয় অন্যায় অত্যাচারের সংবাদ।


সকল স্থানে কাগজ তোমার উজ্জ্বল উপস্থিতি
তোমার আছে ত্রিপিটক কোরান বাইবেল
গীতার সত্য অক্ষর-ন্যায়ের বাণী।
করবে প্রতিবাদ তুলবে বিদ্রোহ
নইলে সকল মেধা হবে বিক্রি হবে তুচ্ছ,
বিবেকের নির্বাসন শিক্ষার হবে মৃত্যু।
দেখি স্বপ্ন দেখি মৃত্যুর প্রতিচিত্র
হয়েছে ন্যায়ের যুদ্ধ,পেয়েছে মুক্তি সকল সত্য।
কাগজ তোমার প্রেমের অতিথি
সকল লেখকের-
কলমে কালির রক্ত।