নিয়ন বাতিতে জেগে থাকে রাত
ক্ষুধা নেই তৃষ্ণা নেই ঘুম ভাঙ্গা পরীর কান্না নেই।
আকাশ ছোঁয়া দালানে দাঁড়িয়ে দেখা স্নিগ্ধ ভোরে
যেনো কতকাল, কতকাল এই শহরে পাপ নেই,
জরা নেই দুঃখ নেই এমন কী সুখ, সুখো নেই।


রূপকথার মায়াজালে থমকে থাকা সময়ের মতোন
এখানে স্পন্দন নেই জন্ম নেই এমন কী মৃত্যুও নেই।
অবাক শহরে চাঁদ নেই সূর্য নেই দূর আকাশের নক্ষত্রও নেই।


আছে শুধু  স্বপ্ন
এই শহর স্বপ্ন দেখে,
জন্ম হবে মৃত্যু হবে, পূর্ণিমার চাঁদ দেখে মুগ্ধ হবে।
হয়তো একদিন মানুষ আসবে,তাঁর প্রতিক্ষায় দিনরাত জেগে থাকে নিঃস্বঙ্গ এই শহর।