বলার প্রয়োজন নেই ভালোবাসি
নির্মোহ কথা গুচ্ছ থেকে মুক্তি দিয়ে
ভালবাসাকে বসাতে চাই, চায়ের টেবিলে।


অমৃত ঘণ্টা বেজে উঠবে, বেলার পর বেলা কেটে যাবে,
শুধু ভালবাসি তা বলাই বাকি থেকে যাবে।


চা থেকে তার কাপকে মুক্তি দিয়ে নির্বাসনে পাঠিয়ে
ভাবতে বসবো, নির্বাসনের কী সুখ!
নির্বাসন মূলত একার যাপন
ব্যক্তিগত সময়ে কিছু ভাববার অবসর
তোমাকে পাবার নিপুণ অজুহাতে
জেগে থাকো মনজুড়ে প্রতিদিনের পূর্ণিমাতে।



পৃথিবীর শেষ মানুষটি
ভালবেসে বুকে নিয়ে কেঁদেছিলো সেদিন।
মুখ ফিরিয়ে চলে এসেছি
আজকাল কান্নাকাটি অসহ্য লাগে...