★অবদান★


হীন মুকুল ভেঙ্গে ভয় তরাসে মনে ধরিয়ে দাও আগুন,
রাখ জগৎ জীবের সার্থে অবদান।
মনের গহীনে জটলা  যত আজকে উসুল কর,
এ জগৎ ও সকল জীব প্রকৃতির অবদান।
প্রকৃতি তোমায় দিয়েছে ছন্দ বেধেছে নতুন সুরে,
প্রকৃতির দান অশেষ  মহান গ্রহন আত্ম জ্ঞানে।
আত্মজ্ঞানে সিদ্ধ কর যত আত্মিক মহীয়ান,
আত্মিক যত কোমল ছন্দ প্রকৃতির অবদান।
প্রকৃতি তোমায় শিখিয়েছে প্রেম বেধেছে প্রে,ম  জালে,
প্রকৃতি তোমায় করেছে তেজি আপন সুপ্ত জ্বেলে।
প্রকৃতি তোমায় করেছে নিস্ব্য, রেখেছে বিশাল ধনী,
আপন দহনে পোরায়ে তোমারে করেছে ধাতব খাটি।
তাই শিখেছ তুমি প্রকৃত প্রেম, মেতেছ প্রকৃত তেজে।
এ জগৎ যত সফল কর্ম,  প্রকৃতির অবদানে।