ভিজে বর্ষায় ঘিরে আাসে মেঘ!
আমের ডালে, কামরাঙার লালে,
জাগে কোমল ছন্দ স্নিগ্ধ ফোটায়!
জলপাই গাছে মুকুল ধরেছ,
উঠনের বুকে নুয়ে পরেছে বাতাবি লেবুর গাছ।
কাঠাল চাঁপার বুক চুমে চুমে, কত জল
গড়ায়েছে উঠনের ঘাসে, আরো গড়াবে কত!
মুক্তা দানার মত ধরা দেয় পাতার বুকে-
ঝরে পরে শত ফোটায় ফোটায়।
হলুদের বনে নাজানি কোন্ ছন্দ খেলিতেছে আজ!
পাতার নিচে সুয়ো পোকাটা লুকিয়েছে কি?
মাঠের কিনারে ঘাস ফরিংএরা কোথায়?
ভিজে বর্ষায়?জামিরের ডালে শালিকের ডানা ডানা ভিজে!
সুদুর সিমান্তে ভিজে গেছে সুদুর দিগন্তঃ
বদ্ধ পুকুরে ভিজেছে একপাল হাস, কলমির ডাটা।
মাঠের বুকে ভিজে ফিরে রাখাল ধবলিরে নিয়ে তার-
বাড়ি ফিরে আসে সাঁঝে, ভেজা বাতাসে
চুল তার ভাষেঃ যেমন করে ভাষে মেঘ, কবির ছন্দ!