জন্ম নিয়েই সংযুক্ত হলাম প্রবাহমান মানব ইতিহাসের সাথে;
সংযোগ-স্থলটি থেকে শুরু হলো আমার অনিবার্য সাঁতার,
                           দেখলাম ইতিহাসের নব নব সংঘটন;
আমার পূর্বেও,
জানি পেছনে পড়ে আছে ইতিহাসের অপরিমেয় পথ;
জেনেও, মাঝে মাঝে অদ্ভুত এক বোধ আমাকে আচ্ছন্ন করে,
"আমার জন্মের আগে যেনো কিছুই ছিল না, সব শুরু হয়েছে
আমার আগমনের পরেই",_ হেসে ওঠার মতোই এক বিমূর্ত অনুভব!


আমি ধর্তব্যহীন এক অস্তিত্ব, উপেক্ষণীয় এক উপস্থিতি,
ইতিহাসের পরিমাপে;
তবু মহা বিজয়ী সম্রাটের মতো
যেদিন আমি দাঁড়ালাম কোন উচ্চতর মঞ্চে,
অহংকারে গ্রীবা বাঁকিয়ে তাকালাম পেছনে
মহাকাল জুড়ে ইতিহাসের অন্তহীন পূর্ব পটভূমির দিকে,_


তখনই ইতিহাস তার কঠিন মুঠোয়
                       চেপে ধরে আমার সমগ্র সত্তা,
আচ্ছন্ন করে ফেলে আমার মূল্যহীন শ্রেষ্ঠ অস্তিত্ব,
                                 বিস্ময়ে এবং বহুমাত্রায় ক্ষোভে!


পাতার পর পাতা উল্টোতে উল্টোতে আমার বয়স বাড়তে থাকে,
আর আমি বোবা মুহ্যমান এক উপলব্ধিতে বুঝে উঠতে থাকি,
পুরো ইতিহাস জুড়ে মানব এবং তার মানবিকতার অর্থ মূলত কি!
তার সাথে আমার নিজের সংযোগস্থল থেকে, যা কিছু দেখেছি,
নিঃসংশয় অভিযাত্রীর মতো বলতে পারি,
ইতিহাসের শুরু থেকে মানুষের চরিত্র থেকেছে একি!


সর্বশেষে বুঝে গেছি ইচ্ছা শক্তির একমাত্র ধারক রূপে,
                যেদিন ইতিহাসের প্রবাহ থেকে বিযুক্ত হবো আমি,
তারপরে যে অগ্রবর্তী ইতিহাস, সেখানেও নিশ্চিত,_
মানুষেরা সৃষ্টি করে যাবে পৃথিবীতে,
                      একমাত্রিক আগ্রাসী ইতিহাসের সালতামামি।


(০২.০৬.২০২১)