আমি আগুন ধরাবো বৃষ্টির শরীরে ;
যেন বিষাদের বদলে আমাকে বিজয়ী করে
যেন স্মৃতির কষ্টের বদলে স্মৃতিকে পুড়ে
যেন সিক্ত বেদনার বদলে তা ছাই হয়ে উড়ে
যেন তা হৃদয় ভাঙা থেকে চলে যায় বহুদূরে ।


আমি আগুন ধরাবো বৃষ্টির শরীরে ;
যেন আবেগের থেকে ক্রুর বাস্তবতা ঝরে
খসে পড়া শুকনো পাতার মতন
ঝরে জীবনের শব্দাবলী আমার এ কন্ঠস্বরে ।


আমি বেঁচে থাকতে চাই প্রেমহীন,
মধ্যাহ্ন প্রখর শুষ্ক সমস্ত প্রহরে ।
থাকতে চাই বৃষ্টিস্নাত বিষন্নতার বদলে
আগুন উত্তাপ রৌদ্র অভিমানের ভেতরে ।
যেনো বাঁচতে পারি পাথর হৃদয়ে
এই প্রেমহীন জীবনের টুটি ধরে,
ঝরে পড়া বৃষ্টি সৃষ্টি করে যত অনুভূতি
সব আগুনে পুড়িয়ে ।


(০৬.০১.২০২৩)