আমার প্রেমের কবিতা পড়ে
যারা ডাকলে আমাকে হিংসুটে, লোভী এক প্রেমী,
তোমাদের বলছি কবি;


এই পৃথিবী চাইল না দেখতে আমার রোমান্টিক হৃদয়;
আবার এই পৃথিবীটাই কিন্তু দেখেছে,
তবু কেনো যেন বলেনি কখনো কাউকে !
অনন্ত সমুদ্র নীল, অরণ্যের গভীর সবুজ
আর রাত্রি নীল নক্ষত্রের মতো বিভাময় এক প্রেমিক,
থেকে গেলাম যেনো আমি অনাদিকাল;
মহা বিশ্বের সমস্ত নিমগ্ন তিথিতে,
পাড়ি দিয়ে গেলাম একটি জীবন, শুধু নিভৃতে নিভৃতে;


একবার যদি হয়ে পড়ি প্রেমিক, আমি তখন নূহের প্লাবন,
রামের মতো চক্রবুহ্য এঁকে আটক করি প্রেমিকার সত্যবদ্ধ মন;
অথবা রাবণের মতোই, তবে লোভে নয়, প্রেমে, সীতার হরণ;
জেনো, রক্তিম পূর্ণ প্রেমের আলোকে শুদ্ধ আমার মন,
আজ অবধি বিস্মৃত হইনি আমার কোনো প্রেম,
তাদের ওষ্ঠে ললাটে রেখেছি আমার অমূল্য যত চুম্বন;


একদিন তোমরা খুব দুঃখ পাবে, যেমন আমরা আজ দুঃখিত হই,
জীবনানন্দের বনলতা সুরঞ্জনা অসুখী হৃদয়টির জন্য,
ক্যানভাসে তারা জ্বলা রাতে বিষাদী ভিনসেন্টের জন্য,
ট্রয় নগরের বিষন্ণ বীর হেক্টর অথবা হেমলক হাতে সক্রেটিসের জন্য;


যখন সত্যিকার বোধজ্ঞান আর বাকী পৃথিবীর দরজা বন্ধ করে,
আমার প্রেমের কবিতা...একে একে পড়তে থাকবে,
হঠাৎ দেখবে,
স্বর্গ পৃথিবীর শুভ্র শুদ্ধ অবর্ণনীয় অসহনীয় এক আলোর ওপরে,
ভেসে আছে নূরের মতো অকলঙ্ক অভিজাত
এবং অবশ্যই অবধারিত প্রেমময়,_ আমার প্রেমিক আত্মা!


যদি অথবা যেদিন দেখবে,
তিরষ্কার করার জন্য, সেদিন তোমরা খুব দুঃখ পাবে!


(২৩.০৩.২০২১)


(* কবি হাবিবা বেগম এবং কবি আর ইসলাম কে উৎসর্গ; আমার "জুলিয়েটনামা" পড়ে ওঁরা দু'জন কবি প্রীতিতে ঠাট্টা করে যে মন্তব্য করেছিল, তা থেকে এ কবিতার সৃষ্টি। ধন্যবাদ প্রিয় কবিদ্বয়, আপনাদের মন্তব্যের মাধ্যমে আমাকে আরেকটি কবিতা সৃষ্টির উপভোগ্যতা উপহার দেবার জন্য।)