আমি কবি অভিজাত; সুনীল শক্তি যেমন.
আমার রক্তে মুক্তিযুদ্ধ, মহান মুজিব কিরণ;
আমার হৃদয়ে বাংলাদেশ; বাঙালির অমিয় ধারা,
আমার হৃদয় কাদা মাটি; দেশপ্রেমে আত্মহারা;
অামার কথা সত্য সুন্দর, যেমন বলেছে কবি,
অন্ধতা আমাকে ছুঁতে পারে না, গ্রহন লাগা রবি;
বলেছিলাম কিছু অভিজাত বাণী, করে দিলে অপমান,
তখন তুলেছি রণের ধনুক, বধ করে দিতে শয়তান;
বাংলাদেশের স্বাধীনতা যদি; ধুলোতে মেশাও আবার,
গর্জে উঠবে মিনার থেকে, সিংহ কন্ঠ আমার;
লক্ষ কোটি প্রতিবাদ হোক, শাসক দুঃশাসন,
তবে বাংলাদেশের স্বাধীনতায়; নয় কালিমা লেপন;
মুজিব দিয়েছে অভিজাত্য, বাঙালি শুদ্ধ সত্তা,
আমার হৃদয়ে বয়ে চলেছে; বাংলার নদী প্রমত্তা;
আমি কবি অভিজাত; ঐশ্বর্য ছুঁয়েছি আমি,
বন্ধ দরজা খুলে দাও দরাজ; হও ঐশ্বর্যগামী।


(২৯.১২.২০২০)