(মূল রচনাঃ Stopping by Woods on a Snowy Evening
                                                 by Robert Frost)


এই বনভূমিটি কার আমি হয়তো জানি
যদিও গ্রামটি মাঝেই আছে তার গৃহখানি
সে হয়তো দেখবে না, আমি থেমেছি এখানে
শুধু দেখবার জন্যে, তুষারে পূর্ণ হচ্ছে তার বনভূমি;


অদ্ভুত! - ভাবছে নিশ্চয়ই আমার ছোট্টো ঘোড়া
থেমে পড়া কেনো? কাছাকাছি কোনো কৃষকের বাড়ি ছাড়া!
বরফে জমাট হ্রদ আর বনভুমির মধ্যখানে
বছরের সবচে গভীর সন্ধ্যার অন্ধকারে;


সে তার ঘাড়ের ঘন্টিতে দিলো নাড়া
কোনো ভুল কি হলো? যেন এই প্রশ্নটি করা
সে শব্দ ছাড়া আর যে শব্দ শুধু ছিলো
তা স্বাভাবিক বাতাস আর তুষারের ঝরে পড়া;


বনভুমিটি কি সুন্দর, কৃষ্ণ আর গভীর অনুভবে
তবে আমায় যে বহু প্রতিশ্রুতির দায় মেটাতে হবে
       এবং যেতে হবে বহুদূর ঘুমিয়ে যাবার আগে
       .........যেতে হবে বহুদূর ঘুমিয়ে যাবার আগে।
এবং দিতে হবে পাড়ি বহুক্রোশ, ঘুমিয়ে পড়ার আগে
......দিতে হবে পাড়ি বহুক্রোশ, ঘুমিয়ে পড়ার আগে।


(০৪.১০.২০২০)


(* কবি নিলয় হাছান কে উৎসর্গ। তার অনুরোধে লেখা। তবে কবি নিলয় আমাকে কেনো যে অনুবাদ করতে বললেন!! অনেকে অনুবাদ করেছেন দেখলাম, ইন্টারনেট ঘেঁটে, আমাদের আসরেও দু'টো অনুবাদ পেলাম। নিচে পাঁচটি লিংক দেয়া আছে, আপনারা পড়ে নেবেন! খুঁজলে আরো পাবেন। এছাড়াও ইংরেজীতে কাব্যটির বিশ্লেষণমূলক প্রচুর রচনা আছে ইন্টারনেটে। আমি আক্ষরিক ভাবনাতেই অনুবাদ করেছি। এভাবেই আমার কাছে ভালো লাগে অনুবাদ করতে। আর ইচ্ছে করেই বিখ্যাত পঙক্তিটি দু'রকম অনুভবে দিলাম। এই জগদ্বিখ্যাত মূল কবিতায়, প্রকৃতির সাথে মানুষের মুগ্ধকর আত্মীয়তার বন্ধনটিই, প্রথম তিন স্তবকে বলতে চেয়েছেন রবার্ট ফ্রস্ট! কিন্তু তারপরের স্তবকেই তিনি অভাবনীয় অনন্য চারটি পঙক্তি লিখলেন এবং শেষ পঙক্তিটি "And miles to go before I sleep", কবিতায় দু’বার লিখে দিলেন, এবং সে পঙক্তির/স্তবকটির অমিয় সুধায়, তা পৃথিবীর স্তম্ভিত মানুষের মুখে মুখে আবৃত্তি হতে থাকলো, এখনো উচ্চারিত হচ্ছে, চিরকাল হতে থাকবে! কেননা তিনি, একটি গভীর চির সত্য, একটি দার্শনিকতা যেন অনবদ্য কাব্যিকতায় উপহার দিলেন কাব্য জগতকে। যে পঙক্তিগুলো আজ, একটি গভীর দীর্ঘশ্বাস ছেড়ে, মানুষেরা এক বিষাদী তৃপ্তিতে, অনন্য এক অনুভবে উচ্চারণ করার আস্বাদ গ্রহন করতে পারে ।)


অন্য অনুবাদ-সমূহের লিংকঃ
https://www.bangla-kobita.com/shakee47884/post20170113034308/
https://www.bangla-kobita.com/ritabrata007/post20150410101537/
http://englishliteraturehelpline.blogspot.com/2015/07/frost.html
https://www.somewhereinblog.net/blog/siddiqahamed/29531973
http://www.sachalayatan.com/guest_writer/34800