(১)


আবার দেখা হবে, তবে আসন দুটোতে যেন অন্যরা বসবে,
এক উৎফুল্ল চিত্রকর দু'প্রান্তে তাকাবে খুঁজবে নীলের আভাস,
কথা হবে মাঝে মাঝে শৃঙ্খলিত শব্দের সম্ভারে,
কথাগুলো আমাদের, ওরা শুধু কবিতার কাঠামো হারাবে।


(২)


তোমার প্রেমের গল্প, তোমার দুখের গল্প
বলছো নেই, হয়তো বলছো না;
অথচ খামের মুখ বন্ধ, বন্ধ গ্রন্থের মলাট, দরজা জানালা আঙ্গিনা ?
তাহলে কী আছে গল্প, তুমি যাদের ভুলতে পারছো না ?


(৩)


আমি প্রতিদিনই করে যাবো
অনুরাগের এ নীল সমুদ্রে অবগাহন,
খুঁজে পাবো তোমারও মুক্তোর মতো অশ্রু,
একদিন ভালোবেসে কেঁদেছিলে যখন।


(৪)


কারা ভেঙেছিল বিশ্বাস, নিশ্চয় লিখে রেখেছিলে,
সে অনুলিখন খুঁজে আবার পড়ে দেখো;
আর এই নাও আমার বিশ্বস্ততার ইতিহাস,
অনুরাগ পর্বে এবার একটি বিশ্বাসের অধ্যায় লিখে রাখো।


(০৫.০৫.২০২২)