আসুন স্বপ্ন দেখি; স্বপ্নরা হোক নক্ষত্রের মতন দীর্ঘজীবি,
মৃত্যুর পরও বিচ্ছুরিত হোক তাদের আলো বহুযুগ,
                                হােক নতুন নতুন স্বপ্নদের সারথী;


আসুন স্বপ্ন দেখি;
হোক স্বপ্নগুলো ঐশ্বরিক জল আর সবুজের মতো জীবনদায়ীনি;
আসুন গ্রহন করি স্বর্গের দানগুলোর মতোই,
                            নির্মাণ করি ধ্রুব স্বপ্নের একটি পৃথিবী;


আসুন স্বপ্ন দেখি; হোক স্বপ্ন মেঘ আর বৃষ্টির মতো স্বার্থহীন;
অবিরত ঝরিয়ে যাবো মিষ্টি মধুর প্রত্যাশা মানবজমিনে,
                           বাঁচবো আরাধ্য সুখের এক যৌথ ভুবনে;


আসুন স্বপ্ন দেখি; বপন করি ঐক্যে মহাজীবনের মৃত্তিকায়;
মানব ধর্ম নামক একটি ফুল, প্রস্ফুটনের জন্য আসুন,
                                 আমরা হই স্বপ্নতাড়িত মানব ঈশ্বর;


আসুন! নির্জলা স্বপ্ন মুখর করি আমাদের স্বাপ্নিক মন;
আসুন! ভেঙ্গে চুরমার করে দেই,
                                আমাদের প্রলম্বিত দুঃস্বপ্নের ভুবন।


(২২.০২.২০২১)