......রাজাকার; ২১ শব্দ শরে বধিলাম সে জন্তুরে আবার!


(১)


বাংলাদেশ; তুমি মুজিবের
স্বপ্নসাধ পূরণ, বাঙালির অমরতা;
তুমি মুক্তিযোদ্ধাদের, অমর একাত্তর,
আমার জননীর মুক্ত হাসির স্বাধীনতা;
তুমি পৃথিবীর বুকে চিরঞ্জ গৌরবগাথা।


(২)


মুক্তিযোদ্ধা; তুমি বাংলার মাটিতে
স্বর্গের ফেরেশতা; তুমি কিংবদন্তী,
বাংলাদেশের জমিন আসমান আর
জনতার বীর মুক্তিদাতা;
বেহেশতি ত্রাতা, নতশিরে জানাই
আমৃত্যু কৃতজ্ঞতা।


(৩)


রাজাকার;
মাতৃভূমির খোপে খোপে দেখি অন্ধকার;
নড়াচড়া; কবিতায় উগ্রপ্রচার,
বানাস লিফলেট, ইউটিউবে সম্প্রচার;
পাকিকুফরির দাস হতে চাস আবার;
সাবধান তুই রাজাকার।


(০২.০৭.২০২০)
(৩০.০৬.২০২০)