মুক্ত নয়ন অমিত চয়ন স্বদেশ চিত্তহরা,
এ অধিকার কে দিতো আর শেখ মুজিবর ছাড়া;
দিয়েছে প্রাণ মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা তরে,
হৃদয় আমার দুখেরই আধার নয়নে অশ্রু ঝরে;
ইচ্ছে করে আসুক ফিরে দেখুক বাংলা ঘুরে,
মাথা উঁচু করে বাংলাদেশ, দাঁড়িয়ে বিশ্ব 'পরে;
দেখতো তারা শিক্ষার জ্যোতি ফলনে সয়ম্ভরা,
বিশ্বময় ছড়িয়ে আছে, বাঙালি সন্তানেরা;
দেখতো তারা মা বোনেরা শ্রমে মুক্ত পাখি,
আরো দেখতো রাজনীতিতে, চরম ঠোকাঠুকি;
নব রাজাকার দেখে হয়তো, অনেক রেগে উঠতো!
স্বজাত শাসন সৌন্দর্য্য দেখে আমোদে ফেটে পড়তো;


অন্য জাতের শাসানি তো নেই স্বাধীন বাংলাদেশে,
ফিরে যেতো তারা আত্মদানের তৃপ্ত হাসি হেসে;


লাল সবুজের পতাকা উড়ছে স্বাধীন বাংলাদেশে,
ফিরে যেতো তারা আত্মদানের গর্বের হাসি হেসে;


বাংলাদেশের স্বাধীনতা আছে স্বর্গ আলোকে ভেসে,
ফিরে যেতো তারা আত্মদানের গর্বের হাসি হেসে........।


(২৯.১২.২০২০)