দুঃখ শুধু আমারই
খুঁজে চলি তোমাকে ;
সারাদিন কাজের শেষে
যখন দাসের শৃঙ্খল খুলে পড়ে
মুক্ত মানুষ হয়ে উঠি,
আর তখনই তোমাকে খুঁজি ;
যেনো ইন্দ্রলোকের সুনির্দিষ্ট রত্ন-পাথর তুমি
শুষে নেবে আমার সকল ক্লান্তি,
আর এ জন্মে জন্মাবার যত অপ্রতিরোধ্য
ক্লেদ, পাপ আর ভ্রান্তি ;


কিন্তু তখনই দাসের শৃঙ্খলের মতো
দুঃখরা আবার ছুটে এসে
বন্দী করে আমাকে !


কেনো করে? খুঁজি আমি প্রতিদিন সন্ধ্যার অবয়বে;
তোমাকে ভালোবাসবার জন্য ?
নাকি খুব নিঁখোজ যখন রাখো তুমি নিজেকে,
তারপরও কেনো খুঁজে চলি আমি
সেই অপরাধে ?


জানা হয় না, অজানাই থাকে।
আর দুঃখরা তখন আরো বিজয়ী দুঃখ হয়ে ওঠে।


(২১.০৬.২০২২)