আমার ঘরে এসো না ;
এখানে বিষন্নতা বাস করে ;
প্রজাপতিরা নরম ডানায়
বিষন্ন রঙে ওড়ে ;
বিষন্ন আমার নদীর দুকুল
বিষন্ন আমার আকাশ ;
ফুসফুস ছুঁয়ে
খেলা করে শুধু বিষন্নতার বাতাস ;
আমার প্রান্তর জোছনা বিষন্ন
রূপালী রূপে অনন্য ;
আমার রজনী স্তব্ধ একা আর
নক্ষত্র তার বিষন্ন ;


বিষন্ন আমার ঈশ্বর গ্রন্থ
সীমাহীন তার আলো ;
পাঠে পাঠে তা বিষন্ন মধুর
পৃথিবী শোকার্তই থেকে গেলো ;


যদি তুমি বলো কেনো বিষন্ন ?
আমি বলবো যাও ;
আছে কি কোথাও প্রেম বলে কিছু ?
আমাকে বিষন্ন থাকতে দাও।


(০১.০৮.২০২২)