বখতিয়ার খিলজী, তুমি পুনরুত্থিত হও
ঘুমন্ত দেশের নাগরিকের স্বপ্নে;
চড়ে বসো তোমার বাদামী ঘোড়ায়
এসো তুমি আবার, দুরাচার দলিত এই দেশে;

বখতিয়ার, তোমাকে আজ খুব দরকার,
তোমাদের সতেরো তলোয়ার একসাথে ঝলকাও
স্বাধীনতার ওই লাল সূর্য আলোকে;
ভীত অচেতনের ঘুমের নেশা ভেঙ্গে চুরমার করে দাও
আর উপড়ে ফেলো অতন্দ্র জালিমের লোভী লাল চক্ষু;
রক্তের গন্ধ মুছে দিয়ে হে বখতিয়ার
দেশ জুড়ে সাম্যের সুগন্ধী ফুল ফুটিয়ে দিয়ে যাও;


বখতিয়ার খিলজী তুমি পুনরুত্থিত হও
আমি কান পেতে আছি মাটিতে
তোমার ঘোড়ার খুর ধ্বনিতে, জাগ্রত হোক মৃতপ্রায় জন্মভূমি,
কেঁপে উঠুক
জালিমের বুক আর খুলে যাক বোবা সব জমিনের মুখ;


তেজবান অশ্বখুরের ধুলিতে, আকাশে উড়ুক নিশান
জনতার অধিকার লুটছে যে জালিম,
দেখুক সে, বখতিয়ার আবার ফিরে আসছে
ঘুমন্ত দেশের নাগরিকের স্বপ্নে;
জালিমের যুগ শেষ হবে অবশেষে, খিলজীর মতন জেহাদে।


(১৩.০৯.২০২০)


(*কবি বন্ধু মোঃ আমির হোসেন কে উৎসর্গ। বন্ধু আমির সেদিন কবি আল মাহমুদের 'বখতিয়ারের ঘোড়া' কবিতার কথা স্মরণ করিয়ে দিলেন এবং তা আবার পড়লাম, কিন্তু এবার অন্যরকম শিহড়িত হয়ে পড়লাম! সে কারণেই এই লেখা এবং লিখেছি আমার কবি বন্ধুর মনের মতো করে, আশা করি!)