লোডশেডিং; আঁধারে ডুবেছে শহর;
ছোটো ছোটো ঘুর্ণি রাস্তার ওপর;
বসন্ত গ্রাস করেছে আমাদের জীবন,
জ্যোস্না রাতে পাতাদের আলোড়ন;


উড়ে যায় ওড়না, উড়ে যায় চুল;
বসন্ত বিলাসী হাওয়ায়, হৃদয় ব্যাকুল;
বসন্ত বাতাসে এসে দাঁড়ালে,
এক অচেনা কান্না যেন হৃদয়ের আড়ালে
চুপিসারে উঠে আসে;
কি সম্পর্ক সে কান্নার, বসন্তের বাতাসের সাথে ?


বসন্ত নারীরা রিকশায়
ঘুরে বেড়ায় অদ্ভুদ বিষাদ মেখে;
দীর্ঘশ্বাস হয় ভারী, তাই দেখে দেখে;
ইচ্ছে করে রাস্তায়, কিনে সস্তায়
চিনেবাদাম, দু'দন্ড কথা বলি;
অথবা বসন্ত হাওয়ায়, দু'লাইন কবিতায়
মুগ্ধ করি বিষাদমাখা আঁখি;
অথবা সম্বোধন করি, "চলো পাখি,
উড়ে আসি বহুদূর থেকে,
কাটাই কিছু কাল, পৃথিবীর পুঞ্জীভূত আর্ত পথে;
প্রকৃতির যতো সুন্দর, ধরবো করতলে,
সে সুন্দর হবে আরো সুন্দর, তোমার মুগ্ধ চোখের জলে;


হে বসন্ত! দিন কাটে কল্পনায়;
এক ফোঁটা হৃদয়ের নীল ঝরে দীর্ঘ কবিতায়;
ভুলিয়ে দাও বাস্তবতা, তোমার মোহন বাতাসের স্বরে,
ফের ছুঁড়ে দাও কঠোর সত্যে, ক্ষণিক সে আদরের পরে;
এমনই তোমার আচরণ, তবু বলি ধন্যবাদ বসন্ত,
বুকে নিয়ে ফাল্গুন চৈত্র, হৃদয় আবেগে আগুন যে অনন্ত!


(২২.০৩.১৯৯৭)