(১)


বৃষ্টি তুমি আমার জন্য কেঁদো না;
তোমার দুঃখ লাঘব হবে, বাড়বে আমার বেদনা।


💔💔💙💙🖤🖤


(২)


এই তো সেদিন; উঠেছিল ঝড় আমার মনেরও 'পর;
এ উচ্ছল হিয়া, গেলো যে নিভিয়া,
চলিল সে পথে, যেথা ধূলি ধূসর প্রান্তর ।


(৩)


লিখেই চলেছি; দুখের সরোবরে দুঃখরা ঝরছে;
পেলাজিক মাছের মতো ঝাঁক বেঁধে দুঃখরা ঘুরছে।


লিখেই চলেছি; ছুটছে বিষাদে রানার;
ঝোলা ভর্তি খামের ঠিকানা, শুধু দুখের মিনার।


লিখেই চলেছি; হয়ে যে উঠেছি বিষন্ণ বীর হেক্টর;
কবে হবো শরবিদ্ধ, কবে পুড়বে বেদনার ট্রয় বুকের ভিতর।


লিখেই চলেছি; এবার ফেরাও মুখ;
দুখের কারুকাজে দেখো, জরির মতন আশ্চর্য কিছু সুখ।


(০৬.০৫.২০২২)