জ্যোতির্বিজ্ঞান আমাদের বলে,
চাঁদের নিজস্ব কোনো আলো নেই;
সে শুধুমাত্র হিমশীতল ঊষর আয়না,
সূর্যের সম্মুখে তুলে ধরা;
কিন্তু আমাদের অনুভব আমাদের বলে,


"এর বাইরেও আরো কিছু আছে";


চাঁদের ম্লান রূপালী আলোর ভেতর
এক অদ্ভুত বশীকরণ যাদু, ঐন্দ্রজালিক
অদৃশ্য শক্তি, আমাদের মনকে প্রবল টানে
যেমন টানে সে সমুদ্রের ঢেউ;
অস্তিত্বের গভীর গহীনে ঢুকে,
কি যেনো সে নেড়েচেড়ে,  
কিছু অজানা অচেনা আলোড়ন সৃষ্টি করে;


সূর্য যতটা আমাদের দিবসগুলোকে শাসন করে,
সাথে করে নিয়ে আসে উত্তাপ
আর অগণ্য স্বরুপে কামনার আগুন,
ঠিক ততটাই চাঁদ,
শাসন করে আমাদের রাত্রিগুলোকে;


তখন চাঁদ তত্বাবধান করে,
আমাদের গোপন লুকোনো অংশগুলো,
তাদেরকে দেয় আকার আকৃতি,
এবং রুপান্তর করে


"অঘোর নিদ্রা জগতের অদ্ভুত সব স্বপ্নে!" ।


(05.10.2021)


(James Tynion নামক একজন আমেরিকান লেখকের রচনার অংশের অনুবাদ। লেখাটি "অদ্ভুত রস" এর বিষয়ভুক্ত বলে ধরে নেয়া যায়।


চাঁদকে নিয়ে মানুষের মুগ্ধতার কোনো সীমা পরিসীমা নেই। চাঁদের রূপালী আলো যেন নিবিড় এক যাদু। এই লেখক আরো এক ধাপ অগ্রসর হয়ে অনুভব করেছেন, চাঁদের রূপালী আলোর ঐন্দ্রজালিক শক্তি। ঘুমন্ত মানুষের ওপর চাঁদের আলো যখন পড়ে, তখন চাঁদ মানুষের গোপন মনোজগত ঘাঁটাঘাটি করে সৃষ্টি করে রহস্যময় সব স্বপ্ন ।)