এ শহরে কোনো কোনো চাকুরীজীবির
ছুটির দিনে কোনো বিকেল নেই
নেই কোমল আলোতে তৃপ্তিমুখর মুহূর্ত
ঘাসফুল শিশিরের প্রভাত নেই
নেই নীলিমার নীচে জলের কাছে ঘুরে বেড়ানো
যেন এক স্নান; দাস আত্মার ধৌত হয়ে ওঠা
কোনো নিসর্গ মাঝে আড্ডা নেই
নেই রসজ্ঞ সভায় কোনো আমন্ত্রন
কোনো প্রিয় মুখের সাথে কথা নেই
নেই কোনো কৃতার্থ রমণীয় ভ্রমন
সুযোগ নেই হতে পারা একটু অন্যরকম আনমন
যারা বন্ধু হয় তাদের থেকেও শব্দ নেই
খোঁজ অথবা সুমধুর সংলাপের
নেই কোনো লাবণ্যময়ীর সাথে
ম্লান সন্ধ্যায় মৃদু কথপোকথন
হয়তো শুধু থাকে ব্যর্থ কিছু অপেক্ষা
আর এক পাহাড় ক্লান্তি কাটাবার
ঘুম, ঘুম আর ঘুম।


(১৫.০৫.২০২২)