উৎসুক বালকের মতোন প্রতিদিন
উঁকি দেই চিঠির ঘরে।
অঙ্গ পোড়া বিচ্ছেদের এই অগ্নি মাঝেও
যদি মনে পড়ে ।
যাই-ই লেখো দু’ একটি বাক্য
সাধারণ, নির্মম বা সখ্য
সেগুলো সবই মধুর সাক্ষ্য
প্রেম এখন যায়নি পুরোপুরি মরে।  


তবে আলিঙ্গনের সেই অপূর্ব রাত
নেই যে আজো চিঠির ঘরে।
যে প্রেমের মুহূর্ত আছে এখনো হেলান দিয়ে
এই বুকের উপরে।


(২২.১০.২০২৩)