চেয়েছিলাম ঘুমন্ত চরাচরে
আমার আত্মার জন্য দুটো পাখনা ।
ইকারুসের মতন ব্যর্থ নয়,
আকাশ পেরিয়ে ঘন সে আঁধারে মিশে যাবে,
কষ্টহীন।


চেয়েছিলাম নিঃশ্বাস যা বাতাসের মতন
স্বচ্ছ বাতাসেরই চির সঙ্গী হবে
কোনাে দুর্ঘটনা ছাড়া, অনায়াসে
আর মাটির এ অবয়ব প্রিয়জন স্পর্শে
নামবে অন্ধকারে। যখনই লিখিত আছে ।


চেয়েছিলাম ফেলুক যত্নে গ্যাব্রিয়েল জাল
পদ্মা নদীর মাঝির মতন আশ্চর্যকর,
পাটাতনে উত্তোলিত রূপালী রুহের ইলিশের মতো
দু' তিন বার আলোড়ন তারপর নিথর ।


চেয়েছিলাম অথচ জানি,
দীর্ঘ কষ্টভোগ যন্ত্রনা অথবা অপঘাত ছাড়া
যেন কারোরই আরম্ভ হয় না এই পৃথিবী ছেড়ে
অস্তিত্বহীনতার প্রহর।


প্রতিটি রাতের শয্যায় প্রার্থনা তাই
ডেকে নিও ইচ্ছে হলে ঘুমের ভেতর ।
হবে ধ্বনিত জীবিত ভুবনে প্রিয়জনের কন্ঠস্বর
ম্লান, স্মিত, শোকে,
"কষ্ট পায় নি সে, চলে গিয়েছিল ঘুমের ভেতর" ।


(২৪.০১.২০২৩)