(১)


করোনার মতো দুশমনি কভু দুনিয়া দেখেনি সাকি
মনে হলো ইনসান ভুলবে এবার হারাম খোরাকি
কাঁধে কাঁধ রেখে করোনা যুদ্ধে সামিল হবেই তারা
কোথায় আর কি? স্বভাব কালিমা ইনসান ভোলে নাকি ?


(২৭.০৯.২০২০)


(২)


যে শত্রুকে দেখা যায় না
সে যেন আছে সবখানে;
বাসা বাঁধে সে মগজে হৃদয়ে
ছম ছম চিত্ত মনে;


সর্বত্র আছে, তবু যেন সে
সতত নাগাল বাইরে;
একেই হয়তো কেউ কেউ বলে,
"বনের বাঘে খায় না,
মনের বাঘে খায়রে";


কিভাবে হবে এ শত্রু বিনাশ
যে আছে কিন্তু দেখি না ?
শয়তান এক তেমনি শত্রু,
আরেকটি হলো "করোনা" ।


(১৩.১০.২০২১)