করোনা এসেছে
তো কি হয়েছে?
কি হয়েছে, বলো?


তোমার কি জানা নেই


কৃষ্ণ মৃত্যু, বুবোনিক, হলুদ জ্বর
কলেরা, ইবোলা, জিকা
সা’রস, সোয়াইন, নিপা
এরকম হাজারো মৃত্যুর ঝড়
যুগে যুগে
বয়ে গেছে মানবের উপর


মানুষই রুখে দিয়েছে


করোনাকে প্রবেশ করতে দিও না
তোমার মস্তিষ্ক ও মননে
তোমার মনন
হতে হবে ইষ্পাতের মতন
মরিবার আগে শতবার
মরিবার নেই প্রয়োজন


শোনো, মানুষকে ধ্বংস করা যায়
পরাজিত করা যায় না


যত আঘাতেই মানুষকে
ভূপাতিত করো না কেন
বারবার উঠে দাঁড়াবে সে


নতুন অজানা শত্রু
দুয়ারে এসে দাড়ালে
তাকে বুঝে যুদ্ধে যাবার আগে
অনেক মানুষের মৃত্যু অনিবার্য


আমাদের সবার জন্য মৃত্যু নির্ধারিত
মানবের ইতিহাসে
কত লক্ষ কোটির মৃত্যু হয়েছে
কারণহীন যুদ্ধ মহামারী ও মড়কে


মৃত্যু মানুষের কাছে অপরিচিত কিছু নয়


জীবনের ক্রুর সত্য
বলিনু তোমারে
সাহস যোগাতে বন্ধু
দুঃখ দিতে নয়


করোনা পরাজিত হবেই
আমাদের মাঝে কোনো যাদুকর
খুঁজে পাবে ভ্যাকসিন ফুঁমন্তর
এক ফুঁ তে করোনা উবে যাবে


মানুষই শেষ পর্যন্ত বিজয়ী হবে
গ্রন্থিত ইতিহাস তাহাই কহে।


(রচনা: এপ্রিল ৬, ২০২০)