আমাদের মধ্যে যাদের চিন্তা চেতনায়
একটু আধ্যাত্বিকতা, একটু দার্শনিকতার ছোঁয়া আছে


না না ‘দু’দিনের এই দুনিয়া’ টাইপের আধ্যাত্ববাদ নয়


সেটা নয়


মানুষের আয়ুষ্কাল অত্যধিক সীমিত
পৃথিবীর প্রাচীনতার সাথে অতুলনীয়
বেঁচে আছে সাড়ে চার বিলিয়ন বছর
বেঁচে থাকবে আরো পাচ বিলিয়ন
যদি না - আগ্রাসী এবং সর্বগ্রাসী মানুষ
সূর্য নিভে যাবার আগে নিভিয়ে দেয় পৃথিবীর জীবনবাতি

তো আমরা এই দার্শনিকেরা ভাবছি


করোনা হয়তো প্রকৃতি প্রদত্ত শাস্তি
প্রকৃতির ক্ষত শুশ্রষার জন্য প্রতিষেধক
প্রকৃতির আরোগ্যলাভের এক মিশ্রণ
প্রকৃতির মাঝে প্রকৃতি দ্বারাই প্রোথিত একটি সংশোধন পদ্ধতি
পৃথিবীর ধমনীতে সূঁচ দিয়ে সেঁধিয়ে দেয়া করোনা ঔষধি
প্রকৃতি নিজেকে বাঁচাতে এবং বাঁচাতে পৃথিবী


আমরা ভাবছি, করোনা ফিরে যাবার পর
যে চরম শিক্ষা মানুষ পাবে
সে আর কখনো প্রকৃতির ব্যাঘাত ঘটাবে না
প্রকৃতিকে পরম আদরে লালন পালন করবে এবার থেকে


থামুন!


ভুল, মহা প্রকান্ড ভুল সে ধারণা!


মানুষের মতো আগ্রাসী এবং সর্বগ্রাসী প্রাণী
এ পৃথিবীর বুকে কোনোদিন হাটে নি


যে মুহূর্তে প্রকৃতি করোনা ফিরিয়ে নেবে
আবার বলি
যে মুহূর্তে ফিরিয়ে নেবে


ঠিক সেই মুহূর্তে


দামামা বাজিয়ে যুদ্ধবাজ মানুষ লাফ দিয়ে পরিস্কার করবে তার বুট ও বেয়নেট
একে অপরের দিকে ছুড়তে থাকবে দুরপাল্ল­ার অত্যাধুনিক মারণাস্ত্র
কর্ণবিদারী শিঙ্গা বাজিয়ে চালু হবে পৃথিবীর তাবৎ কারখানা
মিনারের মতো উচু চিঁমনি দিয়ে নির্গত হতে থাকবে উত্তপ্ত কালো কার্বন ধোঁয়া
গল গল করে কারখানার বর্জ্য এসে পড়বে নদীতে, সমুদ্রে
ভেনিসের ক্যানাল, প্যারিসের সেন্, মিশরের নাইল আর বাংলার বুড়িগঙ্গা আবার হতে থাকবে দূষিত
পৃথিবী জুড়ে কোটি কোটি যানবাহন বাতাসে ছড়াবে আবার বিষাক্ত সীসা
হাইড্রোলিক হর্ণের চিৎকারে ছিঁড়ে যাবে শব্দসহন মাত্রা
বৈশ্বিক উষ্ণতা ছিঁদ্র করতে থাকবে ওজোনের আবরণ, গলাতে থাকবে আবারো আর্কটিক সাগরের বরফ, মৃত্যুর দিকে ঠেলে দিতে থাকবে আমাজন রেইনফরেস্ট


মানুষ আবার


ডিনামইট দিয়ে গুড়িয়ে দিতে থাকবে পাহাড়, দানবীয় ট্রাকটরে কেটে সাফ করবে বনভূমি, তেল নিঃসরণে হত্যা করবে সমুদ্র ও সামুদ্রিক প্রাণীদের


মানুষের মতো আগ্রাসী এবং সর্বগ্রাসী প্রাণী
কখনোই থামবে না


মানুষ
    করোনা
          থামাতে
                পারবে


প্রকৃতি কখনো সর্ববিধ্বংসী মানুষকে থামাতে পারবে না।


(রচনাঃ ১৭.০৪.২০২০)