করোনা আততায়ী
করোনা শ্বাসরোধকারী খুনী
আমরা জানি
তবু রাতনিঝুম প্রকৃতি মাঝে
কারা যেন কথা বলে ফিসফিস


“আজন্ম যুদ্ধবাজ পাষন্ড মানুষ
দেখতে কি পাও তাদের - যুদ্ধবিরতি”


আরো দেখতে কি পাও - ভারসাম্য


পৃথিবীতে আছেন বহু ধনাঢ্য
মুহূর্তের আয়োজনে জেট প্ল্যানে চড়ে
চলে যান বিপদের এলাকা ছেড়ে
নিরাপদ দূরত্বে
শুধুমাত্র পয়সার জোরে


তবে পারবেন কি আজ, হে ধনাঢ্য
কোথায় পালাবেন, কোথায় লুকোবেন
করোনা বিছিয়েছে তার জাল, সর্বত্র


আর যারা তৃতীয় বিশ্ব থেকে
মাতৃভূমি ছেড়ে
পশ্চিমা জৌলুসের সুরক্ষিত চাদরে
নিজেদেন মুড়িয়ে
অহংকারে ভেবেছিলেন, আমরা স্বর্গ ছুয়েছি
অহংকারে ভুুলেছিলেন মাতৃভূমি
আরেকবার ভাবুন
করোনার কোপ সুরক্ষার চূড়ামণি
ধনাঢ্য পশ্চিমে সবচেয়ে বেশী।


স্রষ্টারই কাম্য
স্মরণ করিয়ে দেয়া
মাঝে মাঝে - ভারসাম্য।