গ্রহণ এ লেগেছিল গ্রহণ
মন মলিনে হলো মথিত
কালের কায়া হলো আকাল
প্রেম হয়ে গেলো পতিত ।


বন্ধু সমগ্রের বন্ধুরতা
বুকে দিয়েছিল ব্যথা
নেশা এনেছিল নিঃসঙ্গতা
কূলহারা হলো সব কথা ।


ভালোবাসা যেন ভুল
সঙ্গ হবে শত শত
অবয়ব যেন অঙ্গন
সম্পর্কে নেই কোনো সুতো ।


গন্তব্য যে গৃহহীন
দর্শন মূলে দূরত্ব
আকাঙ্ক্ষা শুধু আদিমতা
সর্বনাশের মতো সত্য ।


বোহেমিয়ান ছিল ব্যাখ্যা
একটি হৃদয় একঘেঁয়ে
ভ্রমরে ভ্রমরে গুঞ্জরিত ভুবন
মতবাদে মহীয়সী মেয়ে ।


স্বাধীনতা ছিল স্বার্থপর
খেচরের মতো খেয়াল
অপার আনন্দ অজুহাতে
দেবীটি তুলেছে দেয়াল ।


(১৫.০১.২০২৩)