বোধ বুদ্ধি খুঁজে পেয়ে আমি হতবাক হয়ে দেখি;
দুটো রাজ নেয় ভিন্ন নীতি মাতৃভূমি তুচ্ছ করে,
এক কাজে যদি তৃপ্ত হাসি দশে আনে কান্না সেকি!  
দুই রাজারই স্বেচ্ছাচারে প্রজা সব কষ্টে মরে।


এক রাজের ভালো কিছু যা অন্যে এসে মুছে ফেলে;
এক রাজ এলে অন্য রাজ ত্রাসে করে পলায়ন;
প্রজারা দেখে রাজাদেরকে দিশেহারা চক্ষু মেলে!
দ্বিধাবিভক্ত রাজ খেলায় প্রজা কাঁদে অনুক্ষণ।  


হাতজোড় করে বলি আমি চোখ রাখো বিশ্ব জুড়ে,
সব দেশে দুই রাজা আছে যেটা ভালো শেখো তুমি;
এক রাজা মসনদ পেলে অন্য রাজা হাসি ছুঁড়ে,
দুই রাজা মিলেমিশে আনো সুখী এক জন্মভূমি।


দেশপ্রেমী তরুণের দল খুঁজে আনো রাজ কাজে,
দুই রাজাই বদলে যাও দেশ গড়ো নব সাজে।


ধরন: চতুর্দশপদী (সনেট)
গঠনঃ শেক্সপিয়ারিয়ান ফর্ম
ছন্দঃ অক্ষরবৃত্ত
মাত্রাঃ ১৮ মাত্রা (১০+৮) (২য় হাতেখড়ি এবার মহাপয়ার)
অন্তমিলঃ ABAB+CDCD+EFEF+GG


(উৎসর্গঃ কবি মোঃ ফিরোজ হোসেন এবং কবি শাহেরুল ইসলাম শাহ। কবি ফিরোজের আলোচনা পড়ে ঋদ্ধ, বিমুগ্ধ, ৫ পর্বের সুলিখিত লেখাটির জন্য তার সহৃদয় পরিশ্রমের তরে তাকে প্রাণঢালা সাধুবাদ। কবি শাহেরুলের সনেট অঙ্গ নিরীক্ষণ, আমাকে জ্ঞান দান করেছে। না জানালেও পারতাম!, কিন্তু নিজ বিবেকের কাছে আমি দায়বদ্ধ! অকৃতজ্ঞ এ কবি নহে! তবে প্রিয় কবি বন্ধুদ্বয়, সনেটের বাকি (যদি থাকে) সব মাহাত্ম আমার! (হাসি!)।)