বসন্ত অথবা বৈশাখের প্রথম দিনে
শহরের রমণীরা দুলে ওঠে;
ফুটে ওঠে
       চঞ্চলা চপলা পুষ্পময় বিন্যাসে;
আমার শহর সজ্জিত হয়
বাঙালির রমণীর ফুলেল সাজে,
                        এইসব মধুমাসে;


তবু হৃদয়ের আলোড়ন, হয় নাতো প্রতিফলন
              আমার মুখায়বের মলিন সন্ন্যাসে;


ধন্যবাদ হে রমণীকুল,
              করো যে মোরে খুব ব্যাকুল,
বিপন্ন বিভ্রান্ত এক শহুরে পুরুষের বুকে
মিশে থাকা কিছু অভিমানি ভুল,
মুছে দিয়ে আবার জাগাও


বাংলার নদী, বাংলার ঘাসফুল।


(১৫.০৪.২০০৭)