এসো প্রভু হাত ধরো,
ডুবন্ত আমাকে ক্ষমা করে দিন;
মাছের পেটে ইউনুস নবী,
"লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নি কুনতু মিনাজ জোয়ালেমিন"
মনে পড়ে যায়, দুঃখী সম্রাটের;


বন্দী প্রস্তরে লুটিয়ে পড়ে
দুঃখী সম্রাটের দোয়া দরূদ;
বন্দী জানালা দিয়ে যেন পাঠাতে চায়
প্রার্থনার আকুতি,
পাঠাতে চায়, ভুল বোঝাবুঝির সাবুদ,
নীল আসমানের ঐ অসীম ক্ষমার দরবারে;


মনে পড়ে আরো, সম্রাট নিজেকে দেন অভয়,
"তাঁর উত্তরে দেরী মানে তাঁর অস্বীকার করা নয়";
হে ইসমে আজম, আমাকে ফিরিয়ে দিন,
মুক্ত সহাস্য সে জীবন অমলিন,
"লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা .....
চিরকাল বয়ে নেবো পিঠে,
হে পরওয়ারদেগার, তোমার অসীম দয়ার ঋণ;
খুলে দাও বন্দী দুয়ার,
সেজদার জন্য দাও মুক্ত জমিন;


তুমি যদি হও মহা ক্ষমাশীল প্রভু,
তবে আমাকেও হতে হবে তাই,
রাজমাতার পায়ে দেব চুম্বন, আলিঙ্গনে নেবো ভাই;
ভুলে যাব বিশ্বাসঘাতকতা, আবার আমি ভালোবাসা এবং ভালোবাসতে চাই;


দুচোখের অশ্রু নদী বয়ে চলে রাত দিন,
হে প্রভু এসো উদ্ধার করো,
স্খলিত আমাকে ক্ষমা করে দিন,
দুঃখী সম্রাট পাঠ করে আম্বিয়া,
একটানা বিরামহীন.....
"লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নি কুনতু মিনাজ জোয়ালেমিন" ।


(09.09.2021)