থাকলেন কিছুদিন দুঃখী সম্রাট
আনমনে গহীন মৌনতার এক প্রান্তরে;
সে কারণেই যেন ঘটে গেল বিভ্রাট,
ভ্রান্ত ধারণার মেঘ, আচ্ছন্ন করে দিল
নিকটজনের মন,
সকলের গোপন সিদ্ধান্তে, তিনি হলেন দোষী;


তবে সত্যি ছিল এও, ছড়িয়েছিলেন মুদ্রা যত্রতত্র
মদির কোনো আকর্ষণে, ভান্ডার করে দিলেন শূন্য;
যেন অসার মুদ্রার মূল্য, ক্ষণিকের এই জীবনে;
সম্বিত ফিরতেই,
রাজঅন্দরে নিজের ঘরে, বেছে নিলেন নির্বাসন,
কেউ আর দেখে না তাকে;


তাতেই ভুল বোঝাবুঝির এক অশনি বাতাস
বইতে শুরু করে চারিদিকে;
প্রাসাদে ওঠে গুঞ্জন,
শঙ্কিত রাজমাতা, শঙ্কিত রাজভ্রাতা,
সম্রাট অসুস্থ,
সম্রাট হয়তো নেশাগ্রস্ত;
তার হাত ধরে অচিরেই ধেয়ে আসছে,
রাজ্যের ধ্বংস;
বন্দী করো, বন্দী করো সম্রাটকে,
এখনই পাঠাও তাকে রাবণদের কাছে,
চিকিৎসা হোক তার বন্দী দাসের মতো,
রাক্ষসদের নরকে;


অথচ সম্রাট ভাবছিলেন রাজ্য উদ্ধারের পথ,
ভাবছিলেন নিজ প্রায়শচিত্ত, কঠিন আগুনে;
তবে ভাবেননি এক মুহূর্ত এতটুকু,
ভুল অনুমানে, ভুল অভিযোগে,
আপন রক্ত হবে বিশ্বাসঘাতক,
কোনো সুযোগই দেবে না তাকে,
আত্মপক্ষ বর্ণনায়,  আর অসীম ক্ষমা প্রার্থনায়;


কেড়ে নেবে তার মুক্ত রাজসিক জীবন,
ভূলুণ্ঠিত করবে তার রাজার সম্মান;


তারপর হয়ে উঠবেন তিনি......
বন্দী জানালার পাশে,
একজন পরাজিত ব্যর্থ দুঃখী সম্রাট ।


(08.09.2021)