শুষ্ক পত্রের মতো,
আলিঙ্গন থেকে ছিন্ন হয়ে পড়ে ভালোবাসা,
স্নেহময় চোখে দেখা দেয় অতলান্ত ক্রোধ;
আমরা সবাই কখনো না কখনো হয়ে পড়ি দোষী,
অপরাধী! অপরাধী! চিৎকার শোনা যায় জীবন চরাচর জুড়ে,
হঠাৎই আমাদের বন্দী করা হয় ঘৃণার কারাগারে;


দুঃখী সম্রাটের মতো রাজসিক স্তব্ধতায়,
আমরা বন্দী জানালা দিয়ে দেখি মুক্ত নীলিমা;
অন্তরে বইতে থাকে বেদনা ও বিস্ময়ের নহর.........


আমরা সবাই কখনো না কখনো হয়ে পড়ি দোষী,
কিন্তু এক মুহূর্তকাল আমাদের বোধের স্তম্ভে জাগেনি সংকেত!
প্রিয়জন জ্বালবে আগুন,
পোড়াবে আজন্ম লালিত ভালোবাসার শস্যক্ষেত ।


(13.08.2021)