দুঃখ যদি বলি, _ আছে তো অনেক;
কোনটা শুনবে তুমি রাজেন্দ্রাণী,
               কোনটা দিয়ে শুরু করি?


কোন সে দুঃখের গল্প.....
জ্বালাবে করুণ প্রদীপ, তোমার হৃদয়ের ঘরে?
শুনবো স্নেহ মমতা কান্নার মিশেল
আরো একবার তোমার আর্ত কন্ঠস্বরে;
একদিন যেমন ছিল প্রেম
গভীর রজনীর মতো রূপালী
তোমার আমার শিয়রে;


যদি বলি আজ কোনো গল্প,
দুলোবে কি তুমি দুঃখের রুমাল
নিপীড়িত বাতাসের রাজ্যে?
নাকি উড়োবে ঐ বিষন্ন আঁচল
সহমর্মি যা, তার দুঃখের কারুকার্যে?
দুঃখের দ্বীপে জ্বালাবে কি তুমি
সুখের চন্দ্রালোক?
মুছে দেবে কি এক নিমেষে
আমার এক জীবনের শোক;


দুঃখ যদি বলি,_ আছে তো অনেক
কোনটা শুনবে তুমি রাজেন্দ্রাণী?
যেসব গল্পে তুমি,
              ছিলে অসামান্যা দুঃখের দেবী,
সেসবই আমার অনন্য দুঃখ বলে জানি।  


(মে, 2021)