আমি এখানে এসেছিলাম বন্ধুদের খোঁজে;
পাঞ্জাবীর হাতা গুটিয়ে,
শুন্যতার রঙে ডুবিয়ে দু’হাত,
বন্ধুরা কবিতা করবে পাঠ;


মন মহুয়ার ঘাট
এ বসে, শুষে নেবে এক পেয়ালা চাঁদ;
দেখে নেবো কতটুকু কলঙ্ক জেগে আছে
সবার শরীরে; কতটুকু মধুহরণ বিষ এর বুদ বুদ,
উদগত হবার অপেক্ষায়, মগজের সুপ্ত আগ্নেয়গিরি থেকে;
সুললিত কথোপকথনের চাদরে, বিঁধে আছে কতগুলো সূচ,
আমার আঙ্গুলে ঝরাবে রক্ত,

এখানেও;


যদি সারসের ডানায় লেগে থাকে রক্ত,
নির্জন বুকের বিলে ঝরে টুপটাপ;
তবে ফিরে আসছি তোমার কাছে,


আবারো;


তোমার বুকে মাথা রেখে কিছুটা নিরাময় ক্ষণ;
বেরিয়ে যাবো আবার
দু’মুঠোতে কবিতা পুরে - বন্ধুদের খোঁজে, আবারো।


(রচনাঃ ১৬.০৪.২০২০)