ফুটপাতে দাঁড়ানো অনেকের মাঝে
চোখে না পড়ার মতো তাৎপর্যহীন একা,
দূরত্বে থাকা অভিমানে রুদ্ধ
বঞ্চিত জীবনই আমার জন্য ভালো।


তোমাদের সমঝোতার জোয়ারে
তোমাদের আয়োজনের মত্ততায় সমৃদ্ধ
আনন্দিত তৃপ্তিকর আর অভিজ্ঞতাময়
অনন্য জীবনের এই মহা সমারোহ হোক
আলো থেকে আরো আলো।


দেখে যাওয়াই
আরো অনেকের মতো ভাগ্য আমার;
তাই দেখেই গেলাম
এই একটি মাত্র পাওয়া বিতাড়িত জীবনে
আমাকে ক্ষুন্ন করা প্রবল প্রতিযোগীতায়
তোমাদের ভ্রমন তোমাদের অভিযান আর
দারুণ তাৎপর্যের শিখরে ধাপ থেকে ধাপে
উঠে যাবার তোমাদের বিনিময় আর
সমঝোতার সমৃদ্ধ সোপান।


যেহেতু পারিনি হতে এ জীবনের
দুর্ধর্ষ যোদ্ধা, নাবিক অথবা নায়ক
যেহেতু চেয়েছি অনুগত হবো না
নেবাে না অনুগ্রহ অথবা
যে কোনো প্রকারেরই দান।
তাই দুঃখে থেকেছি হয়তো অনেক,
নিজের ক্ষমতায় করতে পারিনি পূর্ণ
আমার জীবনের একটিও রমণীয় ভ্রমন
অথবা রমণী-মুগ্ধ প্রশংসামুখর সফল অভিযান।


তবু ফুটপাতে দাঁড়ানো দূরত্বে
এই ঈশ্বরের শহরে আমি উড়িয়েছি
দুঃখপরীদের ডানায় ডানায়
আমার একাকী অভিমান আবদ্ধ
নিভৃত এবং একরোখা সম্মান।


(০১.০৬.২০২২)