এই এখন, এই এখন,
করিবো তোমারে যতন;
বাগান হইতে আনিবো পুষ্প;
চারুলতা খোঁপায়_, গুঁজিবো সে পুষ্পরতন;


এই এখন, এই এখন,
রাঙাইবো তোমারো মন;
রামধনু কাছে চাহিবো,
তোমারো মনেরো রঙ;


এই এখন, এই এখন,
রাখিবো হাতে প্রতিজ্ঞা;
আনিবে না কোনো ঝড়,
অবহেলা বেদন, তোমাতে অবজ্ঞা;


এই এখন, এই এখন,
রোপিবো বিশ্বাসে মন;
পারিবে না কোনো দেবী,
সে প্রত্যয়ে আনিতে ভাঙ্গন;


এই এখন, এই এখন,
গাঁথিবো প্রাণে মধু স্মৃতি;
একদিন আসিবে সায়াহ্ন,
মধুস্মৃতি জ্বালিবে সান্ধ্যবাতি;


এই এখন, এই এখন,
হৃদয়ে তুলিবো গান;
যে সুরে আসিবে অনুরাগ,
মধুরো ঠাট্টা, মান-অভিমান।


এই এখন, এই এখন,
চোখে আনিবো চন্দ্রিমা;
সে রূপোলি পুণ্য আলোকে,
ক্ষমা ভুলে ফুল, কোনােকালে ফুটিবে না।


এই এখন, এই এখন,
বলিবো ভালোবাসি;
রক্তাভা ফুটিবে গালে!
হইবাে প্রেমো আমোদে বানভাসি;


এই এখন, এই এখন,
আনিবো তোমার মুখেতে হাসি;
উড়িবে যে মদির প্রজাপতি,
প্রেমরেণু মুদিবে আঁখি;


এই এখন, এই এখন!
তোমারো অধর, করিবো চুম্বন......


চন্দ্র সূর্য তখন, ঝরাইবে স্নেহ,
মেঘমালারা গাহিবে বৃষ্টি;
ছুটিবে আত্মহারা, সমুদ্র নদী;
ঢালিবে আকাশ লাবণ্যনীল;
নাচিবে বৃক্ষরাজি, শুভাশিসে মর্মর,
পড়িবে মাটিরো 'পর;
তুমি আমি শুনিবো বাতাসে,
আশিসে কাহারো স্বর;


সখী অমরাবতী পৃথিবী,  
এরপর গড়িবে মোদের মহা লগন,
থাকিবো সত্য সুজন, দুলিবো দু'জন
জীবনের আঙ্গিনায়, বেলা যাইবে বহিয়া,
কুসুমো কোমল জীবনো চরণ রচিয়া রচিয়া,
সাজাইবো বন্ধন, যুগলে অমর্ত্য মর্ত্য 'পর;
মাতিবো সঙ্গসুখে, সারাটা জীবনভর।


(২৫.১২.২০২০)